রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
“এক রাত এক সুর ‘ এক পরিবার” এই প্রতিপাদ্যকে ধারন করে আগামী ০৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম সিরাজগঞ্জ এ “গঞ্জে ব্যান্ড” সিরাজগঞ্জ, অনুষ্ঠিত করতে যাচ্ছে কালচারাল নাইট। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন – জনাব- ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ও সাবেক প্রতিমন্ত্রী । উদ্ভোদক- জনাব- রোমানা মাহমুদ, সভাপতি, জেলা বিএনপি সিরাজগঞ্জ ও সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ -২। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জনাব- সাইদুর রহমান বাচ্চু, সদস্য কেন্দ্রীয় কমিটি, ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি সিরাজগঞ্জ। জনাব- মো: রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জ পৌরসভা। জনাব- মো: নুরে আলম সিদ্দিকী রিগান, সাবেক সাধারণ সম্পাদক- জেলা ছাত্রদল বগুড়া।
জনাব সাবিনা ইয়াসমিন হাসি, সভাপতি সিরাজগঞ্জ জেলা মহিলা দল।
মোছা: এলেমা বেগম, সাধারণ সম্পাদক- জেলা মহিলা দল সিরাজগঞ্জ।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ রানা, বিএমএফ সিরাজগঞ্জ জেলা শাখা।
সম্মানিত অতিথি :
জনাব মোঃ নুরুল হুদা, ডিরেক্টর এম ট্রেডার্স।
জনাব মোঃ জিসান রেহমান, ম্যানেজিং ডিরেক্টর জারাব ট্রেডিং ইন্টারন্যাশনাল।
জনাব- মোঃ হাসিব উশ শহীদ, ম্যানেজিং ডিরেক্টর এইচআর ট্রেডিং ইন্টারন্যাশনাল।
জনাব- শাহেদ হাসান, বিশিষ্ট সংগীত অনুরাগী।
মুখ্য আলোচক :
জনাব- মাহমুদুল হাসান জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমী বগুড়া, (অতিরিক্ত দায়িত্ব) সিরাজগঞ্জ।
সংবর্ধিত ব্যক্তি:
আজাদ রেহমান, বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশন, সিরাজগঞ্জ জেলা শাখা।
সঞ্চালনায় –
সঞ্জীব সরকার, মহাসচিব গঞ্জের ব্যান্ড সিরাজগঞ্জ।
সভাপতিত্ব করবেন –
মো: জাহিদুল ইসলাম, প্রেসিডেন্ট গঞ্জের ব্যান্ড সিরাজগঞ্জ, সংগীত পরিবেশনায় থাকছেন
মেহেদী পারভেজ ও চাঁদ সুলতানা সুইটি, মিউজিশিয়ান্স হিসেবে থাকবেন গঞ্জের ব্যান্ড এর মিউজিশিয়ান বৃন্দ। মিডিয়া পার্টনার- জাতীয় দৈনিক অভয়নগর, দৈনিক শ্যামল বাংলা, নন্দিত টিভি। উক্ত আয়োজনের মাধ্যমে সিরাজগঞ্জের শিল্প ও সংস্কৃতি প্রেমি মানুষদের মাঝে চমক দিতে চান গঞ্জের ব্যন্ড, সিরাজগঞ্জ। আয়োজকরা বলেন, ব্যান্ড সংগীতের প্রকৃত ধারা শ্রোতাদের কাছে পৌঁছে দেয়াই আমাদের উদ্দেশ্য।
মন্তব্য করুন