1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

বোনের মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর

মইনুল ইসলাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পঠিত

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে আছেন। একপ্রকার তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাকাপাকি বসবাস করছেন। তবে অভিনয় জগত ছাড়লেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তার ব্যক্তিগত জীবনের নানা বিশেষ মুহূর্তের খবর অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি বোনের মেয়ের ১৪তম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা। স্বপ্নের রাজকন্যাকে শুভেচ্ছা জানালেও নিজের সাজেও ছিল রাজরানির আবহে। সেই ছবিগুলোতে তাকে দেখা যায় জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে। মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর।

ভালোবাসার ইমোজিজুড়ে অভিনেত্রী আরও লিখেছেন তোমার জন্মদিনে আমার একটাই কামনা  যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।

শাবনূরের এই পোস্টের কমেন্ট বক্সেও নেটিজেনরা তার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন শুভ জন্মদিন। আল্লাহতাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন। আরেকজন নেটিজেন লিখেছেন আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost