আজ জনপ্রিয় অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল রুমানা রশিদ ঈশিতার জন্মদিন। আশির দশকের শুরুতে জন্ম নেওয়া এই তারকা চার দশকেরও বেশি সময় ধরে সংস্কৃতির বিভিন্ন শাখায় আলো ছড়িয়েছেন।
তার যাত্রা শুরু শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ থেকে। অভিনয়, নাচ ও গানে অসাধারণ পারফরম্যান্স করে একসঙ্গে দুটি বিভাগে চ্যাম্পিয়ন হন তিনি। ৯ বছর বয়সে ‘ফেলানী’ চরিত্রে তার অভিনয় সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। নির্যাতিত কাজের মেয়ের চরিত্রে তার সংবেদনশীল অভিনয়ে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদও কান্না আটকে রাখতে পারেননি।
পরে একে একে নাটক, গান, নাচ ও মডেলিংয়ে যুক্ত হন ঈশিতা। ইমদাদুল হক মিলনের লেখা ও ফখরুল আবেদীন পরিচালিত ‘দুজনে’ ছিল তার প্রথম নাটক। পাশাপাশি সাতটি অ্যালবাম, অসংখ্য নাটক এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। বিশ্বখ্যাত ব্র্যান্ড লাক্সের মডেলও হয়েছিলেন তিনি। নাটক পরিচালনাতেও রেখেছেন সাফল্যের ছাপ।
তবে এখন সংসার ও সন্তানদের নিয়েই বেশি ব্যস্ত ঈশিতা। এক ছেলে ও এক মেয়ের মা এই শিল্পী বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ২০১৮ সালে রেদওয়ান রনির পরিচালনায় ‘পাতা ঝরার দিন’ নাটকে অভিনয় করে চার বছরের বিরতি ভেঙে আবারও আলোচনায় আসেন।
ঈশিতা বলেন, “মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। কাজ যতই করি না কেন, চাই সেটা যেন ভালো কাজ হয়।”
Leave a Reply