সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জ কলেজ মোড় থেকে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ অংশ নেয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে শ্লোগান দিতে থাকেন। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, “অনেক নেতা ঈদের সময় এলাকায় আসেন না, জনগণের খোঁজ নেন না। আন্দোলন–সংগ্রামেও থাকেন না। কিন্তু আমি দুঃসময়ের রাজনীতি করেছি, দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। আমি রাজপথের একজন সৈনিক।”
তিনি আরও বলেন, “জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে এই আসনটি জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই।” পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন এবং নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক প্রচারের ঘোষণা দেন।
মিছিল শেষে প্রার্থী কাজী আলাউদ্দিন তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
মন্তব্য করুন