বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে । তবে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে সারাদেশে ২৩২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর মধ্যে নারায়ণগঞ্জ-১( রুপগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫(বন্দর) আসন থেকে মনোনয়ন পেয়েছেনমাসুদুজ্জামান মাসুদ।
এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন