সকালের দূর্বা ঘাসে জমে থাকা শিশিরবিন্দু যেন জানিয়ে দিচ্ছে—বাংলাদেশে শীত আসতে আর বেশি দেরি নেই। গ্রামবাংলার প্রকৃতিতে ইতিমধ্যে শীতের ছোঁয়া পাওয়া যাচ্ছে, তবে শহরজীবনে এখনও উষ্ণতার পরশ বিরাজ করছে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা খুব শিগগিরই দেশ থেকে বিদায় নেবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে ইতোমধ্যে শীতের আবহ বেড়ে গেছে। কিছু প্রান্তিক এলাকায় হালকা থেকে ঘন কুয়াশা পড়ছে মাঝেমধ্যেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে। অক্টোবরের প্রথম দিকেই তারা তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অক্টোবরের প্রথমার্ধে বর্ষা পুরোপুরি বিদায় নিলে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি শীত নামতে শুরু করবে। এরই মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রকৃতির এই পরিবর্তনেই বুঝা যাচ্ছে—শীতের আগমনী বার্তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারা দেশে।
Leave a Reply