1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ”বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পঠিত

“সেবার প্রাপ্যতাঃ বিপর্যয় এবং জরুরী পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য”প্রতিপাদ্যকে সামনে রেখে (Combating Human Trafficking through Strengthening 4Ps) প্রকল্প আয়াজন করেছে ”বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫”।
রববিার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের (Combating Human Trafficking through Strengthening 4Ps) প্রকল্পের সহযোগিতায় ”বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস -২০২৫ আলোচনা সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আশরাফুল মাশরুদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ এর প্রভাষক পরিমল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইফতেখারুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক, ব্র্যাক, আঞ্চলিক ব্যবস্থাপক কৌশিক বিশ্বাস, মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর মনো-সামাজিক কাউন্সেলর মোঃ ইউনুস আলী এবং অনুষ্ঠানটি পরিচালনা এমআরএসসি কোঅর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ। অনুষ্ঠানে বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্য ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তিরা অংশগ্রহন করেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন-সুস্থ ও সুন্দর জীবনের জন্য মানসিক স্বাস্থ্য প্রয়োজন। আর এই মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা আমার আপনার একার কাজ নয়। সবার সম্মিলিত প্রচেষ্ঠা অব্যহত রাখা খুবই প্রয়োজন। ব্যক্তিগত সুস্থতা: মানসিক স্বাস্থ্য আমাদের চিন্তা এবং আচরণকে প্রভাবিত করে। ভালো মানসিক স্বাস্থ্য আমাদের চাপ সামলাতে, সম্পর্ক তৈরি করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সুস্থ মানসিকতা আমাদের অন্যদের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে এবং সমাজের জন্য অবদান রাখতে সাহায্য করে। এ জন্য ব্র্যাককে অসংখ্য ধন্যবাদ এমন মহৎ উদ্দ্যেগ নেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost