আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় কয়েক দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারা দেশে কম-বেশি বৃষ্টি হতে পারে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
শনিবার থেকে রোববার পর্যন্ত দেশের সর্বত্র অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রোববার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, লঘুচাপের কারণে নদী-নালা ও খাল-নদীতে পানির স্তর বৃদ্ধি পেতে পারে। তাই জনসাধারণকে আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply