জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু অনিয়ম ও অভিযোগ ওঠায় জরুরি সভায় বসেছেন নির্বাচন কমিশন।
সূত্র জানায়, ভোট গণনার সময় কয়েকটি হলে ব্যালট নিয়ে ধস্তাধস্তি ও প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। এ নিয়ে প্রার্থীরা আপত্তি জানান। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসেছে। বৈঠক শেষ না হওয়া পর্যন্ত ভোট গণনা বন্ধ থাকবে।
এদিকে হঠাৎ ভোট গণনা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এ সিদ্ধান্ত নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে। তবে নির্বাচন কমিশনের দাবি, সকলের মতামত নিয়েই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো হবে।
Leave a Reply