বাংলাদেশসহ মুসলিম বিশ্বে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
উদ্যোগগুলোতে ছিল মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষার ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১৫ দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এসব মাহফিল, যেখানে দেশের প্রখ্যাত আলেমরা বয়ান করবেন।
এছাড়া, জাতীয় মসজিদের পূর্ব সাহানে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। মেলায় অংশ নিচ্ছে দেশ-বিদেশের প্রায় ২০০ স্টল। এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিরআত, হামদ-নাত, কবিতা ও খুতবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রাজধানী ও বিভিন্ন জেলার মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানে মহানবীর জীবন ও কর্মকাণ্ড সম্পর্কিত ওয়াজ-মাহফিল এবং সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়েছে। চট্টগ্রামে ৫৪তম জশনে জুলুস আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় জনতা শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছেন।
জামালপুরে জেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মসচিব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদেশের বিভিন্ন মিশন ও দূতাবাসেও মুসলিম সম্প্রদায় এ দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে।
Leave a Reply