রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম উচ্চারণ করলে বা শুনলে তাঁর ওপর দরুদ পাঠ করা আমাদের জন্য ওয়াজিব। সংক্ষিপ্ত দরুদ “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” অর্থ হলো—আল্লাহ তাঁর ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন।
আলী (রা.) থেকে বর্ণিত, নবিজি (সা.) বলেছেন, সেই ব্যক্তি কৃপণ যার সামনে আমার আলোচনা হয় অথচ সে আমার ওপর দরুদ পড়ে না। (তিরমিজি)
আল্লাহ নিজেই কোরআনে নির্দেশ দিয়েছেন: “নিশ্চয় আল্লাহ তাঁর নবির প্রশংসা করেন এবং ফেরেশতাগণ তাঁর জন্য দোয়া করেন। হে মুমিনগণ, তোমরাও নবির ওপর দরুদ পাঠ কর এবং তাঁকে যথাযথ সালাম জানাও।” (সূরা আহযাব: ৫৬)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ পড়বে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন।” (মুসলিম) আবার তিনি বলেছেন, “কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার কাছে সবচেয়ে নিকটতম হবে সে-ই, যে বেশি দরুদ পাঠ করেছে।” (তিরমিজি)
তবে কিছু ব্যতিক্রম রয়েছে। নামাজে কেউ নবিজির (সা.) নাম শুনলে দরুদ পড়া আবশ্যক নয়। নামাজের মধ্যে বা কোরআন তিলাওয়াতের আয়াতে নবিজির নাম এলে দরুদ পড়ার নিয়ম নেই। শুধু নামাজের বাইরে বা সাধারণ আলোচনায় নবিজির নাম উচ্চারণ বা শোনার পর অন্তত একবার দরুদ পড়া আবশ্যক।
লেখালেখিতে “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” পুরো লিখতে হবে—সংক্ষেপে “সা.” বা “দ.” লিখলেও উদ্দেশ্য পূর্ণ হয়, তবে পাঠ করার সময় সর্বদা পূর্ণ দরুদ পড়তে হবে।
Leave a Reply