1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

ঢাকার বায়ুমান আজও সহনীয় পর্যায়ে

স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত
ঢাকার বায়ুমান আজও সহনীয় পর্যায়ে

ঢাকার বায়ুমান শনিবার (২৩ আগস্ট) সকালেও সহনীয় পর্যায়ে রয়েছে। বর্ষাকালে নিয়মিত বৃষ্টিপাতের কারণে বাতাসে ধূলিকণা ও দূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসে। এর ফলে এ সময় রাজধানীর বায়ুমান তুলনামূলকভাবে ভালো থাকে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৬২। এ মান সহনীয় বাতাসের নির্দেশক, যা সাধারণ নাগরিকদের জন্য তুলনামূলক নিরাপদ।

এদিকে বৈশ্বিক দূষণ সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে কাতারের দোহা। শহরটির বায়ুমান রেকর্ড করা হয়েছে ২৪৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’। শীর্ষ পাঁচ দূষিত শহরের তালিকায় রয়েছে উগান্ডার কাম্পালা (১৮১), কঙ্গোর কিনশাসা (১৬৩), পাকিস্তানের লাহোর (১৬০) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৩)।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি, আর ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর ওপরে গেলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost