বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সাম্প্রতিক সাক্ষাৎকারে সতীর্থ, কোচিং স্টাফ, নির্বাচক এবং বিসিবির নারী বিভাগের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধ ঘটেছে।
এই অভিযোগে বিব্রতকর অবস্থায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির নারী বিভাগের বর্তমান প্রধান আবদুর রাজ্জাক বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তিনি বলেন, “এত মানুষের বিরুদ্ধে অভিযোগ — বিষয়টা অবিশ্বাস্য। তবে অভিযোগ ভয়াবহ, তাই বোর্ডের পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আইসিসি সভায় যোগ দিতে দুবাইয়ে আছেন। তিনি দেশে ফিরলেই বিষয়টি নিয়ে বৈঠক হবে।
বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলা জাহানারা আলম গত বছর ডিসেম্বরের পর থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাঁর এই বিস্ফোরক অভিযোগে নারী ক্রিকেটে সৃষ্টি হয়েছে বড় ধরনের আলোড়ন। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু তদন্ত না হলে দেশের নারী ক্রিকেটের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
মন্তব্য করুন