বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জনগণের অর্জিত ভোটাধিকার ও জুলাই সনদ রক্ষা পেতে রাজপথে তারা দৃঢ়ভাবে অনড় থাকবেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত এক সমাবেশে তিনি বলেন, ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব — ঘি আমাদের লাগবেই।’
তাহের আরও বলেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাবেন, প্রয়োজনে জীবন-ত্যাগও করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, পাঁচদফা দাবির বাস্তবায়নে বাধা দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করা হচ্ছে; এ ধরনের ‘চালাকি’ জনগণের চাহিদাকে দমাতে পারবে না। ডা. তাহের বলেন, গণভোট নির্বাচনের আগে করাও যায় — সময় আছে, তাই গণভোট আগে আয়োজন করুন।
অপর দিকে তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা উচ্চারণ করে বলেন, তাদের পরাজয় করবে এবং জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে—ইনশাআল্লাহ। সমাবেশে উপস্থিত নেতারা বলে দেন, তাদের আন্দোলন এখন নিয়মতান্ত্রিক; তবে দাবি না মানা হলে আন্দোলন তীব্রতর করা হবে। পল্টনে জামায়াত শিবিরের এই সমাবেশের সময় কিছুক্ষণ সড়কে জনসমাগম দেখা যায়; পুলিশের কোনো রকম বাধা-প্রতিবন্ধের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন