বার্তা বিভাগ
৬ নভেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গ্রীন ইনোভেশন ফেয়ার সবুজ উদ্ভাবন মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরায় পরিবেশ বান্ধব উদ্যোক্তাদের নিয়ে সবুজ উদ্ভাবন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ)তে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় গ্রীণ ইনোভেশন ফেয়ার-২৫ অনুষ্ঠিত হয়।
সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুদ্দোজা।

এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাশ, অতিরিক কৃষি কর্মকর্তা প্লাবনী হালদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি ও অন্যান্য স্টেকহোল্ডারগন।

গ্রীণ ইনোভেশন ফেয়ারে ১৫ টি স্টলে সবুজ উদ্যোক্তারা তাদের প্রডাক্ট প্রদর্শন করেন। সিদ্দিকীস গ্রীন টেকনোলজি। প্লাস্টিকের বেতি দিয়ে বেড়া, ঝুঁড়ি ও ঘরের সিলিং তৈরি। পরিবেশবান্ধব ছাদকৃষি। ধোঁয়াবিহীন “ ইকোব্রিক বা সবুজ ব্রিকেট। ভার্মি কম্পোস্ট উৎপাদন । বাঁশ দিয়ে ঝুঁড়ি, চাটাই, খাড়ায় ও কুলা তৈরি। চিপস এর মোড়ক দিয়ে বিভিন্ন ধরনের মাদুর ও আসন তৈরি। অর্গানিক পদ্ধতিতে সবজি উৎপাদন। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে (পানি শোধন) বিশুদ্ধ পানি গ্রামীণ জনগনের মাঝে বিতরণ। মাশরুম চাষ। অর্গানিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ। পরিবেশবান্ধব পাট দিয়ে ব্যাগ ও পুতুল তৈরি । মৌচাকের মোম দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি। জাষ্ট অর্গানিক ফুডের নিমপাতা ও কাচা হলুদ দিয়ে নিম সাবান, নারকেল তেল ও সোপবার দিয়ে এলোভেরা, অলিভওয়েল ও আলমন্ড তৈরী করা।

বাংলাদেশ টেকসই উন্নয়ন, জলবায়ূ সহনশীলতা এবং তরূণ নেতৃত্বে সবুজ উদ্যোক্তা উদ্যোগকে উৎসাহিত করার এখন একান্ত প্রয়োজন। দ্রুত নগরায়ন ও শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ করে উপকুলীয় ও শহরাঞ্চলে প্রাকৃতিক সম্পদের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে তরূণরায় হয়ে উঠছে পরিবর্তনের চালিকাশক্তি। তারা স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী, পরিবেশবান্ধব সমাধান তৈরী করছে এবং নিজেদের কমিউনিটিতে টেকসই উন্নয়নের অনুশিলন ছড়িয়ে দিচ্ছে। তবুও তাদের অনেক সৃজনশীল উদ্যোগ পরিচিতি প্রাতিষ্ঠানিক সহায়তা, প্রয়োজনীয় সম্পদ এবং বাজারে প্রবেশের সুযোগের অভাবে পিছিয়ে পড়ছে। এই বাস্তবতা বিবেচনায় রেখে সবুজ উদ্ভাবনী মেলায় আয়োজন করা হয়েছে।
এর লক্ষ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরী করা, যেখানে তরূণ উদ্ভাবক, উদ্যোক্তা ও কমিউনিটি প্রতিনিধিরা নিজেদের উদ্ভাবন উপস্থাপন করতে পারবে, অভিজ্ঞতা বিনিময করতে পারবে এবং সরকার বিনিয়োগকারী ও বেসরকারী খাতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। এই উদ্যোগ তরূণদের নেতৃত্বে সবুজ অর্থনীতি ও জলবায়ূ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে, যেখানে স্থানীয় পর্যায়ে টেকসই উৎপাদন, দায়িত্বশীল ভোগ ও অভিযোজনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো তরূণ নেতৃত্বে সবুজ উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং তাদের পরিবেশবান্ধন সমাধান ও জলবায়ূ স্মার্ট ব্যবসায়িক উদ্যোগ প্রদর্শনের সুযোগ তৈরী করা। একই সাথে তরূণ উদ্ভাবক, সরকার, বেসরকারী খাত, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার মধ্যে সহাযোগিতা ও জ্ঞান বিনিময় বাড়ানো। টেকসই ভোগ, উৎপাদন ও সার্কুলার ইকোনমি বিষয়ে নীতি সংলাপ ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী, প্রতিবন্ধী ও প্রান্তিক তরূণদের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করে অন্তভ‚ ক্তিমূলক সবুজ রুপান্তর প্রক্রিয়া গড়ে তোলা।
এই উদ্যোগের ফলাফল হিসেবে তরূণ উদ্ভাবন ও সবুজ উদ্যোগের দৃশ্যমানতা বাড়বে, সরকার ও বেসরকারী খাতের সঙ্গে নুতন অংশীদারিত্ব গড়ে উঠবে এবং তরূণ নেতৃত্বে সবুজ উদ্যোক্তা উন্নয়নের জন্য নীতিগত প্রস্তাব তৈরী হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পাবে, টেকসই ভোগ ও উৎপাদনকে উৎসাহিত করা হবে। এবং একটি গ্রীণ ইনোভেশন ইয়ূথ নেটওয়ার্ক গড়ে উঠবে যা দীর্ঘমেয়াদে সহযোগিতা ও সম্পদ ভাগাভাগির সুযোগ তৈরী করবে। সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হলো এই আয়োজন অংশগ্রহনকারী তরূণদের আর্ত-বিশ্বাস, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা আরে শক্তিশালি করবে এবং তাদেরকে টেকসই পরিবর্তনের প্রকৃত নেতৃত্বে পরিনত করবে।
গ্রীণ ইনোভেশন ফেয়ারের লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা করেন একশনএইড বাংলাদেশ এর সিনিয়র অফিসার মাহিনুর রহমান ।
গ্রীণ ইনোভেশন ফেয়ারে পরিবেশবান্ধন সবুজ উদ্যোক্তা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি সাকিব হাসান।
গ্রীণ ইনোভেশন ফেয়ারে উপস্থিত সবুজ উদ্যোক্তাদের মধ্য থেকে ৩ জনকে সিলেক্ট করা হয়,যারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে গ্রীণ ইনোভেশন ফেয়ার তাদের প্রোডাক্ট প্রদর্শন করার সুযোগ পাবে। প্রত্যেক স্টলকে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে জয়ী হলেও সরকারি সুবিধা নেবে না জামায়াত : শফিকুর রহমান

সাতক্ষীরায় গ্রীন ইনোভেশন ফেয়ার সবুজ উদ্ভাবন মেলা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে দুই ভাইয়ের বিরোধে উত্তেজনা, মারামারির ঘোষণা দিয়ে মাইকিং, এলাকাবাসীর উদ্বেগ

জাহানারার বিস্ফোরক অভিযোগে নারী ক্রিকেটে ঝড়, তদন্তে নামছে বিসিবি

বিএনপি বা জামায়াত, যে কারো সঙ্গে জোট হতে পারে এনসিপির

মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনিসুজ্জামান খান বাবুকে গণসংবর্ধনা ও মোটরসাইকেল শোডাউন করে বরণ করেছে স্থানীয় নেতাকর্মীরা.

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত

তালবাহানা না করে দ্রুত নির্বাচনী সিডিউল ঘোষণা করুন: মির্জা ফখরুল

দশ বছরেও বিচারহীন আফসানা ফেরদৌস হত্যা মামলা: ন্যায়বিচারের অপেক্ষায় এক প্রগতিশীল তরুণীর গল্প

১০

জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হচ্ছে তিস্তা প্রকল্প

১১

ভোলায় ধানের শীষের প্রার্থী নয়নকে গণ সংবর্ধনা

১২

বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি

১৩

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন

১৪

বরগুনায় চার সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তার মামলা

১৫

গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

পদ্মার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন বাহিনীর সক্রিয়তায় বাড়ছে শঙ্কা

১৭

জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) এ

১৮

হবিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন

১৯

আমি সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি : গোলাম আজম সৈকত

২০