হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আলামিন হোটেল এলাকার পাশে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খাইরুল বশরের নেতৃত্বে এসআই জয়পাল ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নীলকান্ত মুন্ডা (৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নীলকান্ত মুন্ডা চুনারুঘাট থানার আড়ং বিল নলুয়া চা বাগানের মুকুল মুন্ডার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে
মন্তব্য করুন