দুই টেস্ট ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ২০২৩ সালের এপ্রিলের পর এটি আইরিশদের দ্বিতীয় বাংলাদেশ সফর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি খেলবে। সূচি অনুযায়ী, ৮ নভেম্বর থেকে আয়ারল্যান্ড দল অনুশীলন শুরু করবে, আর প্রথম টেস্ট মাঠে গড়াবে ১১ নভেম্বর থেকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে—কারণ ইনজুরি মুক্ত থাকলে মুশফিকুর রহিম খেলবেন তার ১০০তম টেস্ট ম্যাচ, যা হবে বাংলাদেশের ক্রিকেটে প্রথম কোনো খেলোয়াড়ের শততম টেস্ট।
টেস্ট সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
মন্তব্য করুন