গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুলের দুই ছেলে—আব্দুল কুদ্দুস মিয়া ও হাফিজার মিয়ার মধ্যে পারিবারিক জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ বিরোধের জেরে ৬ নভেম্বর আব্দুল কুদ্দুস মিয়া তার সহোদর ভাই হাফিজার মিয়ার সঙ্গে ৭ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর মারামারি করবেন বলে এলাকায় মাইকিং করে ঘোষণা দেন। বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন জনসাধারণ উদ্বেগ ও বিব্রতবোধ প্রকাশ করেন।
হঠাৎ করে এ ধরনের মাইকিং করে সংঘর্ষের ঘোষণা দেওয়ায় গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মন্তব্য করুন