জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে একজন বা ২০০ জন এমপি নির্বাচিত হলেও জামায়াত সরকারি কোনো সুবিধা গ্রহণ করবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন, তবুও এমন কিছু গ্রহণ করবো না যা নৈতিকভাবে সঠিক নয়। এখন যদি আমরা রিকশা চড়ি, তখনও রিকশাই চড়বো, এখন যদি বাইসাইকেল চালাই, তখনও তাই চালাবো। সরকারি তহবিল থেকে কোনো সুবিধা নেওয়া হবে না।
তিনি বলেন, বিএনপির দিকে ইঙ্গিত করে আমাদের এক বন্ধু সংগঠন বলেছেন—তারা নির্বাচিত হলে জামায়াত ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠন করবেন। কিন্তু আল্লাহ যদি আমাদের নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সঙ্গে নিয়ে দেশ গড়তে প্রস্তুত। আর যদি বিরোধী দলে থাকতে হয়, তবুও মানবিক ও ভালো কাজে তাদের সঙ্গে কাজ করবো। তবে যদি কেউ পুরোনো কায়দায় দুর্নীতি বা অন্যায় করে, তাহলে আগের মতো আন্দোলন-সংগ্রামে নামতে পিছপা হবো না।
জামায়াতের আমির আরও বলেন, দল ও ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত হতে দেওয়া হবে না। আমাদের স্বার্থের আগে বাংলাদেশ। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।
মন্তব্য করুন