সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তালবাহানা না করে দ্রুত নির্বাচনী সিডিউল ঘোষণা করুন। নির্বাচন অনুষ্ঠিত করুন। তা না হলে ব্যর্থ সরকার হিসেবে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।”
মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চাইছে। তারা ঘেরাও কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু জনগণ ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেবে না।
তিনি বলেন, “অনেক রক্ত, আত্মত্যাগ ও কারাভোগের বিনিময়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। বিএনপি ভেসে আসা কোনো দল নয়, এটি জনগণের দল। পানি ঘোলা করবেন না, দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না।”
তিনি আরও বলেন, “৮৩ কোটি টাকা খরচ করে সংস্কার কমিশন সভা করেছে, কিন্তু এখনো রাজনৈতিক দলগুলোর মতামত অগ্রাহ্য করা হচ্ছে। মনে হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে হাতের পুতুলে পরিণত করা হয়েছে।”
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন, এখনো সেই চক্রান্ত চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে।”
সভায় তিনি যশোরের ছয়টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
মন্তব্য করুন