চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (৬ নভেম্বর) দুপুর ২ ঘটিকায় তিনি পৌরসদরে পৌঁছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন। এসময় উপস্থিত জনতা ফুল ও শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।
সভায় অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, “আপনারা আমাকে যেমন মনে রেখেছেন, আমিও আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা আমার মনে থাকবেন চিরদিন। জনগণই আমার আসল শক্তি, তাদের ভালোবাসাই আমার প্রেরণা।”
তিনি আরও বলেন, “সীতাকুণ্ডের মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। উন্নয়ন ও গণতন্ত্রের পথে কাজ করাই আমার অঙ্গীকার।”
তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। তারা আশা প্রকাশ করেন, আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ফিরে আসবে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন