গাইবান্ধা-২ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুকে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
বুধবার বিকেলে তিনি গাইবান্ধা শহরে প্রবেশ করলে হাজারো নেতাকর্মী তাকে বরণ করে নেয়। বাবু ভাই এগিয়ে চলো স্লোগানে মুখরিত হয়ে ওঠে । এরপর বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণায় কয়েক শত মোটর সাইকেল ও অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করে। সদরের তুলসসীঘাট হেলিপ্যাড থেকে শুরু হওয়া শোডাউনটি পুরো গাইবান্ধা সদরের বিভিন্ন এলাকার সড়ক প্রদিক্ষন করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোডাউনে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন,পোস্টার ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে ।
এ সময় বিভিন্ন স্থানে পথ সভায় আনিসুজ্জামান খান বাবু বক্তব্যে রাখেন। তিনি তার বক্তব্যে বলেন,গাইবান্ধার মানুষের দোয়া ও সমর্থন নিয়েই আমি মাঠে নেমেছি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি সর্বদা তাদের পাশে থাকব।
প্রচারণার এই প্রথম দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে গাইবান্ধা সদর আসন জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান তাকে।
মন্তব্য করুন