সময়টা বুঝি ভারতেরই! রোহিত-কোহলিদের হাত ধরে পুরুষ দল যেখানে টানা সাফল্যের ধারা ফিরিয়ে এনেছে, এবার সেই জয়গাথায় নতুন অধ্যায় লিখেছে ভারতের নারী ক্রিকেট দল।
রবিবার নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি জিতেছে হারমনপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারত। শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভারত শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ২৬৮ রান। জবাবে ব্যাটে নামা দক্ষিণ আফ্রিকা ২১৬ রানে অলআউট হয়ে যায়। ম্যাচ শেষে কানায় কানায় ভরে ওঠে স্টেডিয়াম—উল্লাসে মেতে ওঠে গোটা ভারত।
এর মাধ্যমে ভারতের নারী ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। কারণ এর আগে তারা কখনো ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার নারী ক্রিকেটেও বিশ্বসেরা হলো ভারত।
মন্তব্য করুন