চট্টগ্রাম: শেষ ভরসার ম্যাচেও হার এড়াতে পারল না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। নিজেদের ঘরের মাঠে এমন ধবলধোলাই নিঃসন্দেহে হতাশার।
ধবলধোলাই এড়াতে আজ জয়ের বিকল্প ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে-বলে সেই ধার আর দেখা গেল না। আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে করে ১৫১ রান। দলের হয়ে একাই লড়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। খেলেছেন ৮৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস, যাতে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। তবে তার ইনিংস ছাড়া অন্য কেউ বড় অবদান রাখতে পারেননি—সাইফ হাসান করেছেন মাত্র ২৩ রান।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না, দলীয় ৫২ রানে তিন ব্যাটার ফিরে যান। তবে চতুর্থ উইকেটে আকিম অগুস্তে ও রোস্টন চেসের ৯১ রানের জুটি ম্যাচের গতিপথ পাল্টে দেয়। দুজনেই ফিফটি তুলে নেন, আর জয় নিয়ে এগিয়ে যান সহজেই। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে ১৯ বল বাকি থাকতেই জয় পায় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। তবে ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার রোমারিও শেফার্ড। তিনি তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক—১৭তম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহান, আর ২০তম ওভারের প্রথম দুই বলে ফেরান তানজিদ তামিম ও শরীফুল ইসলামকে।
এ হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ।
মন্তব্য করুন