নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লা মডেল থানার চানমারি এলাকা থেকে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী।
বুধবার( ২৯ অক্টোবর) রাতে ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদীর নেতৃত্বে ফতুল্লা থানার চানমারি এলাকায় সন্ধ্যা সারে ৭টা থেকে ৯টা পর্যন্ত ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৬ জন মাদক সেবীকে গাঁজাসহ আটক করা হয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা আটককৃত ১৬ জনকে গাঁজা রাখা ও খাওয়ার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
তারা হলোঃ- আসিফ (২২),তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মো: বাচ্চু (৫৫), মো: জসীম উদ্দিন (৪০), মামুন, মো: কাওসার (৩৭), মুনসুর (৫৫), মোঃ রতন (৩৭), মো: জামাল (৩৮),মো: শিপন (৩৮), আলামিন (৩৭), মো: জুয়েল (৪০),মো: রাজীব (৪০), মো: আকাশ মিয়া (২৪) ও মিজানুর রহমান (৩৩)।
মন্তব্য করুন