হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মহাসড়ক থেকে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় প্রসাধনী ও চকলেট জব্দ করা হয়েছে।
অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে কাভার্ড ভ্যান চালক মোঃ আব্দুর রহিম (৪০) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার কদমআলী গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে কাভার্ড ভ্যান হেলপার মোঃ সৌরভ আলী (১৯)।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় মালামালের মালিক পালিয়ে যান। জব্দকৃত মালামাল এখন থানায় রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান অবৈধ ক্রস-বর্ডার পণ্য আমদানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Leave a Reply