মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই মহান ব্যক্তিত্ব — চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) আশফাক মুনিয়ার মিশুকের স্মৃতি জড়িয়ে আছে এই গাড়িটির সঙ্গে। এটি সেই মাইক্রোবাস, যেটি ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের ঘিয়র উপজেলার জোকা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে প্রাণ হারান তারেক মাসুদ, মিশুক মুনিয়ার, ড্রাইভার মোস্তফিজুর রহমান, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ওয়াসিম হোসেন ও জামাল হোসেন। আর গুরুতর আহত হন তারেকের স্ত্রী ও সহকর্মী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ধলি আল মামুন, তাঁর স্ত্রী দিলারা বেগম জলি এবং প্রোডাকশন স্টাফ সাইদুল ইসলাম।
দুর্ঘটনাটি ঘটে যখন তারেক মাসুদ তাঁর নতুন চলচ্চিত্র কাগজের ফুল–এর লোকেশন সার্ভে করতে মানিকগঞ্জ যাচ্ছিলেন। তাঁর সেই যাত্রা শেষ হয়ে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, যা পুরো জাতিকে নাড়া দিয়েছিল।
আজও ধুলো-মলিন সেই গাড়িটি সাক্ষ্য দেয় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক অমোচনীয় ক্ষতির। এই গাড়ি শুধু একটি দুর্ঘটনার নিদর্শন নয়, বরং তা স্মরণ করিয়ে দেয় একজন অনন্য চলচ্চিত্র নির্মাতার অকাল প্রয়াণের কাহিনি — যিনি মাটির ময়নার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বদরবারে পরিচিত করেছিলেন।
Leave a Reply