ভাঙ্গুরা উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় শরৎ নগর বাজারের ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মো. আবিদ হাসান আকাশ, সাধারণ সম্পাদক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, পাবনা জেলা জিয়া সাইবার ফোর্স।
প্রধান বক্তা ছিলেন শেখ ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক, পাবনা জেলা জিয়া সাইবার ফোর্স।
সভায় সভাপতিত্ব করেন মো: রবিউল ইসলাম, সভাপতি, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্স।
সঞ্চালনা করেন মো: মিলন হোসেন, সভাপতি, ভাঙ্গুরা পৌর জিয়া সাইবার ফোর্স।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শওকত হামিদ খান বাবু, সিনিয়র সহসভাপতি, পাবনা জেলা জিয়া সাইবার ফোর্স;
মো. ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক;
মো: মেহেদী হাসান, প্রচার সম্পাদক;
মো: আনিসুর রহমান রিপন ও মোহাম্মদ আলমগীর হোসেন, উপদেষ্টা, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্স;
এবং মো: সজীব হোসেন, সাধারণ সম্পাদক, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্স।
এ সময় উপস্থিত ছিলেন মো: আবুল কাশেম, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক জাসাস সভাপতি;
মো. রানা আহমেদ দুলু, মো. মামুন হোসেন সম্রাটসহ দুই থেকে তিন শতাধিক দলীয় নেতা-কর্মী ও সমর্থক।
সভায় বক্তারা বলেন, ‘সত্য প্রচারে সদা জাগ্রত জাতীয়তাবাদ—অনলাইনে আমরা, রাজপথে আমরা, সর্বত্র দেশ ও দলের কাজে নিয়োজিত।’
সভা শেষে ভাঙ্গুড়ার শরৎ নগর বাজারে পাবনা জেলা জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply