উত্তরার দিয়াবাড়ি এলাকার লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে রাজউক উত্তরা তৃতীয় প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ষোলহাটি এলাকার লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে তুরাগ থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি পুরুষ এবং তার বয়স চল্লিশের উপরে হবে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ষোলহাটি গ্রামের পেছনে পূজামণ্ডপের পাশের লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির লা//শ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।”
মৃত্যুর প্রাথমিক কারণ জানতে চাইলে ওসি আরও জানান, “পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, গেল মাসেও দিয়াবাড়ি এলাকা থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছিল পুলিশ। সাম্প্রতিক সময়ে একের পর এক লা//শ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply