রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশীতে শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে একটি বহুতল ভবনের ছয়তলায় আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ছয়টি ইউনিট, এবং আরও চারটি ইউনিট পাঠানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, আগুনের প্রাথমিক কারণ এখনও জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারিত হয়নি। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া, স্থানীয়রা জানাচ্ছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আতঙ্কের মধ্যে সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলা তল্লাশি করছেন এবং আশপাশের এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পরই বিস্তারিত ক্ষয়ক্ষতির হিসাব জানা যাবে।
Leave a Reply