বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে রয়েছে—সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
শুক্রবার বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিতেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব ‘ওয়ানগালা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়—বাঙালি, গারো ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী—সবাই দেশের নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে সব ধর্ম-বর্ণের মানুষকে একতার বন্ধনে জুড়েছেন।
তিনি আরও জানান, বিএনপি সরকারে এলে ঢাকায় পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসবগুলো সরকারি পর্যায়ে পালনের বিষয়টি বিবেচনা করা হবে। ফখরুল গারো সম্প্রদায়ের সংস্কৃতি, জীবনযাপন ও উৎপাদনশীলতা দেখে মুগ্ধ হয়েছেন এবং বিশ্বাস করেন, এই সংস্কৃতি দেশের মূল সংস্কৃতিকে সমৃদ্ধ করবে।
Leave a Reply