1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

হামাসকে ‘মারার’ হুমকি, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন—যদি হামাস গাজায় গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে তিনি হামাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সমর্থন করবেন। আল জাজিরার প্রতিবেদন অনুসারে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘যদি হামাস চুক্তি লঙ্ঘন করে মানুষ হত্যা চালায়, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না।’ তিনি বলেন, এমন পরিস্থিতিতে ‘তাদের (গাজার হামাসকে) ঢোকাতে হবে এবং মেরে ফেলতে হবে’ — এমন কথাও বলেছেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলিয়ে ট্রাম্প বলেন, সরাসরি আমেরিকান সেনা গাজার মিশনে যাবে না; তবে ‘অত্যন্ত নিকটবর্তী’ কোনো গোষ্ঠী সেই কাজ করবে এবং আমেরিকার নজরদারিতে থাকবে। প্রেসিডেন্টের এই অবস্থান আগের মন্তব্যের তুলনায় কঠোর বলে মনে করা হচ্ছে — সপ্তাহের শুরুতে তিনি গাজার কিছু গ্যাং উচ্ছেদের কাজকে ইতিবাচক হিসেবে দেখিয়েছিলেন।

জটিলতা বাড়িয়েছে গাজার ভেতরে গ্যাং-সংঘর্ষ ও নির্যাতন-অভিযোগ; কিছু গ্যাংকে ইসরায়েল সমর্থন করেছে এমন অভিযোগও আছে। ট্রাম্প বলছেন, হামাস যদি স্বেচ্ছায় অস্ত্র ছাড়ে না, তাহলে ‘জোর করে’ তাদের নিরস্ত্রীকরণ হবে — দ্রুত এবং সম্ভবত গড়গড় হিংস্র উপায়ে। এসব মন্তব্য সংঘাতের পরিণতি ও যুদ্ধবিরতির ভবিষ্যত সামনে আরও অনিশ্চয়তা সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost