1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। শুক্রবার সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন শিবির প্যানেলের ফজলে রাব্বি ফাহিম রেজা, যিনি পান ৫ হাজার ৭২৭ ভোট।

অন্যদিকে, এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন ৬ হাজার ৯৭৫ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা, যিনি পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।

নির্বাচনে ১০টি প্যানেল থেকে ২৪৭ প্রার্থী অংশ নেন, ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন। মোট ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost