চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে—সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে পুরোপুরি নির্বাপণ করতে এখনও কাজ করছে ১৭টি ইউনিট।
গতকাল দুপুর আড়াইটার দিকে ৮ তলা ভবনের ৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। দাউ দাউ করে জ্বলা আগুনে কয়েকশো মিটার দূর পর্যন্ত তাপ ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবিও যোগ দেয়, তবে আগুনের তীব্রতায় তারা দীর্ঘ সময় অসহায় হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে দুটি প্রতিষ্ঠান—অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি—অবস্থান করছিল। সাততলার গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে টাওয়েল, ক্যাপ ও সার্জিকেল গাউনসহ চিকিৎসা সরঞ্জাম মজুত ছিল।
আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
Leave a Reply