জুলাই জাতীয় সনদে সই না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিতব্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না। এনসিপির মতে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো আইনি ভিত্তি তৈরি হবে না—এটি কেবল আনুষ্ঠানিকতা হিসেবেই সীমাবদ্ধ থাকবে।
দলটি জানায়, এনসিপি বারবার আইনি কাঠামো নিশ্চিত করার দাবি জানিয়েছে। কিন্তু সেই দাবির প্রতিফলন না ঘটায়, এখন সনদে সই করা হলে সেটি ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো একতরফা দলিল হয়ে যাবে।
তবে এনসিপি বলছে, যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন সময় বাড়িয়েছে, তাই তারা কমিশনে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানাবে। প্রয়োজনীয় আইনি নিশ্চয়তা পাওয়া গেলে পরবর্তীতে সই করার সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply