চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে—সিইপিজেডে অবস্থিত অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভবনটি জ্বলতে জ্বলতে ধসে পড়ছে।
বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এই আগুন রাতে আরও ভয়াবহ আকার ধারণ করে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, ভবনের অষ্টম তলার উপরের অংশ প্রথমে ধসে পড়ে, পরে ধীরে ধীরে দুই পাশ থেকেই ভেঙে পড়তে থাকে পুরো ভবনটি। তিনি বলেন, সিইপিজেডের অভ্যন্তরের একটি পুকুর থেকে পানি টেনে আগুন নেভানোর চেষ্টা চলছে।
অন্যদিকে সিইপিজেড কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মুহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, অ্যাডামস ক্যাপে ১ হাজার ৫০ জন শ্রমিক কাজ করতেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে এবং শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আগুন নেভাতে ব্যবহৃত হচ্ছে একটি বিশেষ রোবট—যেটি স্বয়ংক্রিয়ভাবে পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে।
কারখানাটিতে মূলত ক্যাপ, তোয়ালে ও মেডিকেল গাউন তৈরি করা হতো। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
Leave a Reply