চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি থেকে দ্রুত ও নিরাপদে ১০৫০ জন শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে।
সিইপিজেড কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মুহাম্মদ শাহাদাৎ হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, আগুন প্রথমে কারখানার ওপরের তলায় লেগেছিল। ফলে শ্রমিকরা ফায়ার অ্যালার্মে দ্রুত সাড়া দিয়ে ভবনটি থেকে নিরাপদে বের হতে পেরেছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আশপাশের ভবনগুলোকে রক্ষার চেষ্টা চলছে। চট্টগ্রামের সহকারী ফায়ার সার্ভিস পরিচালক আনোয়ার হোসেন জানান, সিইপিজেডের অভ্যন্তরের পুকুর থেকে পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানায় ক্যাপ, তোয়ালে ও মেডিকেল গাউন তৈরি করা হতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এ ঘটনায় দ্রুত কর্মীদের নিরাপদে সরানো এবং আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় বড় ধরনের মানবিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে ফায়ার সার্ভিস সতর্কতা অবলম্বন করে আশপাশের ভবনগুলোকে রক্ষা করতে তৎপর রয়েছে।
Leave a Reply