সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদলসমূহ পৃথক অভিযানে এসব মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল কলারোয়া থানার আমবাগান এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া মাদরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির দলসমূহ পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, ঔষধসহ বিভিন্ন পণ্য উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৫,৭৬,০০০ টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। এসব চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply