ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ (২৬ আশ্বিন ১৪৩২) — বাংলা একাডেমি আয়োজিত তিনমাস মেয়াদি [প্রথম পর্যায়] গবেষণা-প্রবন্ধ বৃত্তিপ্রাপ্তদের নিয়ে এক বৃহত্তর পরিসরের একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে।
দিনব্যাপী এ কনফারেন্সে সাহিত্য, সমাজ ও সংস্কৃতি, ভাষাবিজ্ঞান, ফোকলোর, শিল্পকলা, রাষ্ট্র ও অভ্যুত্থান, চলচ্চিত্র ও সাংবাদিকতা, এবং শিক্ষা ও বিজ্ঞান—মোট আটটি বিষয়ে গবেষণা উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন ও রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয় সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের নিচতলায়।
পর্বভিত্তিক সেশনসমূহ
সাহিত্য পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আজম; আলোচক ছিলেন অধ্যাপক গাজী আজিজুর রহমান ও জনাব শহিদুল হাসান। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ ওবায়দুল্লাহ, মোঃ মোস্তাফিজুর রহমান পলাশ, মাহফুজা মাহবুব, মৌমিতা দাশ ও সাজিয়া শারমিন।
সমাজ ও সংস্কৃতি পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক মোরশেদ শফিউল হাসান; আলোচক ছিলেন সৈয়দ আরমান হোসেন ও পাভেল পার্থ। অংশগ্রহণ করেন রুহামা মেলিসা সাংমা, সাহারা ইসলাম নিশা, খাদিজা খাতুন মিম ও নাফিসা তাবাসসুম লিপ্ত।
ভাষাবিজ্ঞান পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা; আলোচক ছিলেন অধ্যাপক মো. আবু সায়েম ও ড. সৈয়দ নিজার। উপস্থাপক ছিলেন মোহাম্মদ মাহবুবুল আলম, গৌরব রায়, আফরিন শাহনাজ ও আশিকুর রহমান।
ফোকলোর পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ; আলোচক ছিলেন অধ্যাপক আবু তোরাব মো. আবদুর রহিম, মোহাম্মদ তানভীর আহমেদ ও সাকার মুস্তাফা। উপস্থাপন করেন মঈনুল হাসান, নাজিয়া ফেরদৌস, শাহিদা আমিন পিয়া, তানভীর হোসেন ও প্রতীতি সরকার প্রীতি।
শিল্পকলা পর্বে সভাপতিত্ব করেন জনাব সোমা মুমতাজ; আলোচক ছিলেন অধ্যাপক বজলুর রশীদ খান, ইমাম হোসেন সুমন ও এগনেস র্যাচেল প্যারিস। উপস্থাপন করেন ইমদাদুল হক মিলন, রিমি রফিক, মোঃ নজরুল ইসলাম ও পরমা দাস।
রাষ্ট্র ও অভ্যুত্থান পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক আশফাক হোসেন; আলোচক ছিলেন অধ্যাপক সামিনা লুৎফা ও রেজওয়ানা করিম স্নিগ্ধা। উপস্থাপন করেন অধিবাসী রায়, মোহাম্মদ নাসির উদ্দিন, সাধন কুমার সরকার, নাঈমা জান্নাত, এ কে এম মিনহাজুল আবেদীন দীনার ও মোঃ মামুনুর রশিদ।
চলচ্চিত্র ও সাংবাদিকতা পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক সুমন রহমান; আলোচক ছিলেন অধ্যাপক আ-আল মামুন ও মোহাম্মদ খোরশেদ আলম। উপস্থাপন করেন দেওয়ান বাদল, আফসানা খান জান্নাতি ও মোঃ অবেদুল্লাহ, আয়শা আক্তার সাথী ও মাহফুজুর রহমান মানিক।
শিক্ষা ও বিজ্ঞান পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আজম; আলোচক ছিলেন অধ্যাপক তারিক মনজুর, অধ্যাপক কাজী শেখ ফরিদ ও মোঃ শাহাদাত হোসেন। অংশগ্রহণ করেন মুনজারিন আক্তার, আবদুল মোমেন, ইকরামুল হাসান ও নমিতা দাস।
সমাপনী অনুষ্ঠান
বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব ড. মোঃ সেলিম রেজা, সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ। সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা।
ফটোসেশন
বিকাল ৫টা ৪৫ মিনিটে বর্ধমান হাউসের পশ্চিম প্রাঙ্গণে অনুষ্ঠিত ফটোসেশনে বাংলা একাডেমির মহাপরিচালক, প্রাক্তন মহাপরিচালক, সচিব, পরিচালকবৃন্দ, উপপরিচালক ও গবেষণা বৃত্তিপ্রাপ্ত প্রাবন্ধিকগণ অংশ নেন।
সারাদিনের এই একাডেমিক কনফারেন্স সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ ও ড. সাইমন জাকারিয়া।
Leave a Reply