আফগানিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর এবার জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তানের তালেবান ও ভারত সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হামলার প্রতিক্রিয়ায় চালানো পাল্টা অভিযানে ২০০-রও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
রোববার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, আফগান ভূখণ্ডের ভেতরে থাকা তালেবান ক্যাম্প, প্রশিক্ষণ কেন্দ্র ও সহায়ক নেটওয়ার্কে সুনির্দিষ্ট বিমান হামলা ও রেইড চালানো হয়েছে। এ অভিযানে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয় এবং আফগান সীমান্তরক্ষীদের ২১টি অবস্থান সাময়িকভাবে দখল করে রাখা হয়েছিল।
শনিবার গভীর রাতে শুরু হওয়া এই সংঘর্ষে আফগান বাহিনী প্রথমে পাকিস্তানের সীমান্ত পোস্টে গুলি চালায়। এর জবাবে পাকিস্তান ভারী গোলাবর্ষণ ও বিমান হামলা চালায়। সংঘর্ষ সবচেয়ে তীব্র ছিল আঙ্গুর আড্ডা, বজাউর ও খুররম সীমান্ত এলাকায়।
আফগান পক্ষ দাবি করেছে, তাদের হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।
আইএসপিআর এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আফগান ভূমি যদি ভারতের মদদে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হয়, তাহলে পাকিস্তান তা কোনোভাবেই সহ্য করবে না। প্রয়োজনে সীমান্তের ওপার থেকে আসা সব সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে।
এদিকে, চলমান সংঘাত ঠেকাতে কাতার, সৌদি আরব ও ইরান উভয় পক্ষকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।
Leave a Reply