1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন

টোল আদায়ে অনিয়ম, হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের শতকোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের তথ্যানুসারে, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস)-কে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। অথচ এর আগে বৈধ টেন্ডার বাতিল করে কোনো প্রতিযোগিতা ছাড়াই চুক্তি সম্পন্ন করা হয়।

এই চুক্তির আওতায় সিএনএস লিমিটেডকে মোট আদায়কৃত টোলের ১৭.৭৫ শতাংশ সার্ভিস চার্জে কাজ দেওয়া হয়, যার ফলে প্রতিষ্ঠানটি ৪৮৯ কোটি টাকার বেশি বিল নেয়। অথচ ২০১০–২০১৫ মেয়াদে একই সেতুতে টোল আদায়ের জন্য খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকার কিছু বেশি।

দুদকের তদন্তে উঠে এসেছে—এই একক উৎসভিত্তিক চুক্তির কারণে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৩০৯ কোটিরও বেশি টাকা।

অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সিএনএস লিমিটেডের শীর্ষ কর্মকর্তা।

দুদক জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost