সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দেখা গেল এক বিরল মহাজাগতিক দৃশ্য। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান নেয়। এ সময় হাজির হাজারো মুসল্লি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন।
সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা জানান, এই দৃশ্য প্রমাণ করে চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ে জ্যোতির্বিজ্ঞানীরা কতটা নিখুঁত হিসাব করতে পারেন। তার মতে, এমন ঘটনার ফলে বিশ্বজুড়ে মুসলমানরা নামাজের দিক বা কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন।
এটি মুসল্লিদের জন্য যেমন আধ্যাত্মিক তাৎপর্যময় অভিজ্ঞতা ছিল, তেমনি জ্যোতির্বিজ্ঞানীদের জন্যও এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। কারণ তারা এ সময় গাণিতিক মডেলের পূর্বাভাসের সঙ্গে বাস্তব পর্যবেক্ষণ মিলিয়ে দেখার সুযোগ পান। বিভিন্ন কোণ, উচ্চতা ও অবস্থান বিশ্লেষণ করে নিশ্চিত করা যায় যে চন্দ্রগতি নির্ধারণে তাদের গণনা কতটা সঠিক।
আবু জাহরা আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে। তখন চাঁদ একে একে কয়েকটি নক্ষত্রকে আড়াল করবে। এ দৃশ্য সৌদি আরবসহ পুরো আরব বিশ্বের অনেক জায়গা থেকে খালি চোখেই দেখা যাবে।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ইসলামী জ্যোতির্বিদ্যায় সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। নামাজের সময় নির্ধারণ থেকে শুরু করে কিবলার দিক ঠিক করা পর্যন্ত এই মহাজাগতিক ঘটনাগুলো ইসলামী ঐতিহ্যের অংশ হয়ে আছে। আজকের এ বিরল দৃশ্য তাই একদিকে যেমন মুসল্লিদের হৃদয়ে আধ্যাত্মিক আবেগ ছড়িয়েছে, অন্যদিকে বিজ্ঞানীদের মধ্যে তৈরি করেছে গবেষণার নতুন উৎসাহ।
মক্কার আকাশে কাবা শরীফের ঠিক ওপরে চাঁদের অবস্থান নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়।
Leave a Reply