দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়া আধুনিক ফুটবল ও সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত। তবে এখানকার অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলামের ক্রমবর্ধমান উপস্থিতি। বর্তমানে ইসলাম ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।
দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭৯ শতাংশ রোমান ক্যাথলিক হলেও ১.৭৫ শতাংশ মুসলমান রয়েছেন। পিউ সেন্টারের হিসাব অনুযায়ী বর্তমানে দেশটিতে প্রায় ৭৫ হাজার মুসলিম বসবাস করছেন।
ইসলামের আগমন ঘটে ১৫-১৬ শতকে অটোমান শাসনামলের সময়। তখন দেশটির কিছু অঞ্চল অটোমান মুসলমানদের দখলে আসে এবং স্থানীয় অধিবাসীরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হন। এরপর নানা মুসলিম দেশ থেকে অভিবাসী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা ক্রোয়েশিয়ায় আসতে শুরু করেন।
বর্তমানে ক্রোয়েশিয়ায় ১১টি মসজিদ এবং দুটি ইসলামিক কেন্দ্র রয়েছে। রাজধানী জাগরেব ও রিজেকা শহরে ইসলামিক শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়। ক্রোয়েশিয়ান ইসলামিক কমিউনিটি দেশটিতে মুসলিমদের সাহায্য ও ধর্মীয় কাজ তদারকি করে। এছাড়া বিভিন্ন দাওয়াতি কার্যক্রমও নিয়মিত হয়ে থাকে।
অতএব, ক্রোয়েশিয়ায় ইসলাম শুধু অগ্রসর হচ্ছে না, আইনগত স্বাধীনতা ও সামাজিক সমর্থনের মাধ্যমে দেশটির মুসলিম সম্প্রদায় সক্রিয়ভাবে ধর্মীয় কাজ চালিয়ে যাচ্ছে।
Leave a Reply