1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে ভিক্ষুকের ঘর থেকে আবারও এক বস্তা টাকা উদ্ধার, মোট-৩ বস্তা

রাকিবুল ইসলাম রাকিব- জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় এক বৃদ্ধ ভিক্ষুক নারীর ঘর থেকে ফের উদ্ধার হয়েছে এক বস্তা টাকা। এর আগে গত ৯ অক্টোবর একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল দুই বস্তা ভর্তি নগদ টাকা। দুই দফায় উদ্ধার হওয়া এই অর্থের পরিমাণ এখন প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই নারী সালেয়া বেগমের বসবাসকারী পরিত্যক্ত বারান্দার নিচে খোঁজ চালিয়ে পাওয়া যায় ৪৭ হাজার ৮২৬ টাকা। এর আগে প্রথম দফায় উদ্ধার হয়েছিল ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সিরাজগঞ্জ কওমি জুট মিলে’র পরিত্যক্ত একটি বারান্দায় তিনি একাকী বসবাস করতেন। তার জীবনযাপন ছিল অত্যন্ত মিতব্যয়ী। প্রায় কেউই তাকে কখনো ব্যক্তিগত প্রয়োজনেও অর্থ ব্যয় করতে দেখেনি।

পরিবারের কাছে বিস্ময়, চিকিৎসায় ব্যবহার হবে জমানো অর্থ
সালেয়া বেগমের মেয়ে মোছা. শাপলা খাতুন জানান,
“মা আমাদের সঙ্গে থাকতেন না, একা একা থাকতেন। গতবার যখন দুই বস্তা টাকা পাওয়া গেল, তখনো আমরা অবাক হয়েছিলাম। আজ আবার নতুন করে টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের পাশে আছি। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসার ব্যবস্থা করবো।”

সালেয়া বেগমের জামাতা, রিকশাচালক মো. শহিদুল ইসলাম বলেন,
“শাশুড়ি অসুস্থ ছিলেন, কিন্তু কখনো চিকিৎসার কথা বললে কোনো কথা বলতেন না। আজ স্থানীয় কমিশনার ও এলাকাবাসীর উপস্থিতিতে আবারও টাকা উদ্ধার হলো।”

প্রশাসনের নজরদারি ও সংরক্ষণ ব্যবস্থা
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত টাকার সঠিক হিসাব রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

একজন নিঃস্ব নারীর সঞ্চয়ের অনন্য দৃষ্টান্ত

সালেয়া বেগমের মতো একজন দরিদ্র ও একাকী নারীর জীবনের কঠোর বাস্তবতা, তার মিতব্যয়িতা, আত্মসংযম এবং ভবিষ্যতের অনিশ্চয়তার ভয় থেকে সঞ্চয়ের অভ্যাস আমাদের সমাজে এক ব্যতিক্রমী বার্তা বহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost