হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারে রেলওয়ের খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বৃষ্টির দিনে বাজারের চার শতাধিক দোকানের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, খাস জমিতে সবজি চাষের অনুমতি থাকলেও সেখানে স্থায়ী স্থাপনা গড়ে তোলা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই বাজারের দোকান ও প্রধান সড়ক ডুবে যায় পানিতে। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন এবং ক্রেতারাও চরম ভোগান্তি পোহাচ্ছেন।
বাজারের একাধিক দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে বৃষ্টির পানি মুহূর্তেই নেমে যেত। এখন অবৈধ স্থাপনার কারণে দোকানের ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়ে।”
অভিযোগের বিষয়ে যার বিরুদ্ধে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে, তাকে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে স্থানীয় সচেতন মহল রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন— যেন অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করা হয়, নইলে বড় ধরনের দুর্ঘটনা ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা রয়েছে।
Leave a Reply