ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ওসি মোঃ সফিকুল ইসলাম খান-এর দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই সাদেক, এসআই সারোয়ার, এএসআই মোঃ তোহা, এএসআই শহিদুল ও এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্সসহ ছাতক থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার হন:
আব্দুল হান্নান (৩৮), পিতা: ছিদ্দেক আলী, সাং: কুপিয়া — সিআর-৩৯৯/২৫ মামলায়,
-মোছাঃ সেলিনা বেগম, স্বামী: কবির আহমদ, সাং: বোবরাপুর — সিআর-৫৪৯/২৩ মামলায় (সাজাপ্রাপ্ত), মোঃ খুরশেদ আলী, পিতা: জনিফর আলী, সাং: জয়নগর — বিদ্যুৎ মামলায় সিআর-১৭৬/২৩।
তাদেরকে ১২ অক্টোবর ২০২৫ তারিখ রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply