আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ। তালেবান যোদ্ধাদের হামলায় পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকি দখলের খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যে চলছে তীব্র গোলাগুলি।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান বাহিনী দুটি পাকিস্তানি সীমান্তচৌকি দখল করার দাবি করেছে। যদিও পাকিস্তান সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত পাঁচটি সীমান্তপয়েন্টে সংঘর্ষ চলছে। তাদের বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে।
সংঘাতের সূত্রপাত বৃহস্পতিবার, যখন আফগানিস্তান অভিযোগ তোলে যে পাকিস্তান কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। তালেবান সরকার প্রতিশোধের অঙ্গীকার করেছিল, আর তার বাস্তবায়ন দেখা গেল শনিবার গভীর রাতে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আফগানিস্তানের একাধিক সীমান্তচৌকি ও সশস্ত্র অবস্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ট্যাংক ও ভারী কামান ব্যবহার করছে।
আফগান সামরিক বাহিনী জানায়, “পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবে পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় আমাদের যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে।” কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ — পাঁচ প্রদেশেই সংঘর্ষ চলছে।
খাইবার-পাখতুনখোয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “তালেবানরা সন্ধ্যা থেকে সশস্ত্র হামলা শুরু করে। আমরা প্রথমে হালকা, পরে ভারী কামান থেকে পাল্টা গোলা ছুড়েছি।”
তিনি জানান, পাকিস্তান তিনটি আফগান ড্রোন গুলি করে নামিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি।
দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপড়েন চলছে। ইসলামাবাদের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ একাধিক জঙ্গিগোষ্ঠী আফগান মাটি ব্যবহার করছে হামলার ঘাঁটি হিসেবে, যা বন্ধে বারবার আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার।
Leave a Reply