1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

বাঁচামরার ম্যাচে আফগানিস্তানকে ১৯০ রানেই থামালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পঠিত

বাঁচামরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না—এমন সমীকরণে মাঠে নেমে আফগানিস্তানকে মাত্র ১৯০ রানে অলআউট করেছে টাইগাররা।

আবুধাবির গরম আবহাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। কিন্তু শুরুতেই ছন্দ হারায় তারা। পঞ্চম ওভারে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। মাত্র ১১ রানে গুরবাজকে ফিরিয়ে দেন এই তরুণ পেসার। এরপর নবম ওভারে তানভীর ইসলামের স্পিনে ফেরেন আরেক ওপেনার সেদিকুল্লাহ অতল।

এক প্রান্ত আগলে রাখেন ইব্রাহিম জাদরান। কিন্তু বাংলাদেশি বোলারদের ধারাবাহিক আক্রমণে একে একে ফিরে যান হাসমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, এবং অভিজ্ঞ মোহাম্মদ নবি। নবিকে ফিরিয়ে দেন সাকিব—মিরাজের দুর্দান্ত কভারের ক্যাচে থামে নবির ইনিংস ২২ রানে।

ইব্রাহিম জাদরান একাই লড়াই চালিয়ে যান। সেঞ্চুরির দুয়ারে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন ডিপ মিডউইকেটে রিশাদের হাতে। ১৪০ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষদিকে আর কেউ দাঁড়াতে পারেননি।

রশিদ খান ১ রান করে মিরাজের বলে ধরা পড়েন, গাজানফর ফেরেন ২২ রানে। আর ইনজুরিতে পড়া রহমত শাহ ফিরে এসে ব্যাট ধরলেও আর ক্রিজে টিকতে পারেননি। সবশেষে ৪৪.৫ ওভারে আফগানিস্তান অলআউট হয় ১৯০ রানে।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন ৩টি, আর তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। এখন সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশকে করতে হবে ১৯১ রান।

টাইগার সমর্থকরা এখন অপেক্ষায়—ব্যাট হাতে কীভাবে জবাব দেন তামিম-মুশফিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost