সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ইউটিউব চ্যানেলে একটি বিস্তৃত বিশ্লেষণে বলেছেন, বর্তমানে জনমানসে একটি উদ্বেগজনক গুঞ্জন ছড়িয়েছে — দেশের ক্ষমতাসীন দলের করণীয় নেতাদের বিরুদ্ধে নির্বাচনের আগে ফাঁসির দাবি উঠছে এবং কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানোর কথাও জনমুখে ঘুরছে।
রনি বলেন, মানুষ যখন কোনো কিছুকে মুখে মুখে বলবে, সেখানে সেটি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা থাকে। ২০২২ ও ২০২৩ সালে এ ধরনের কথাবার্তা আরও বেশি ছড়িয়েছিল; তখন থেকেই কিছু নেতারা বারবার বলছেন—“আমরা পালাব না, আমরা ভয় পাই না।” তিনি উল্লেখ করেছেন, এখন মানুষের মুখে এমন কথাবার্তাগুলো নতুন মাত্রা পেয়েছে।
তিনি জানান, কিছু মহলে বলা শুরু হয়েছে, নির্বাচনের আগে সালিশি বা অন্য কোনো প্রক্রিয়ায় ক্ষমতাসীন দলের কিছু নেতা ফাঁসিতে ঝুলানো হতে পারে। তবে রনি নিজে বলছেন, এই অভিযোগগুলো আইনগতভাবে কতটা সম্ভব তা নিয়ে স্পষ্ট আলোচনা হচ্ছে না; নামগুলো মানুষের মুখে অনেকেই ঘোরাচ্ছে—যেমন সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও পলক ইত্যাদি। তিনি প্রশ্ন তুলেছেন, এই নামগুলো কেন বলছে জনগণ আর এর বাস্তবতা কী—এগুলো সাধারণ মানুষের কথা নাকি রাজনৈতিক পরিপক্বতাসম্মত আলোচনার অংশ।
রনি সতর্ক করেছেন, এমন গুঞ্জন ও জনমানসিকতায় ভিত্তিহীন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের জন্য বিপরীতপ্রভাব বয়ে আনতে পারে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে জনগণের মধ্যে বিভাজন ও ভয় উৎপন্ন করা জনগণের সুস্থ রাজনীতি ও আইনি প্রক্রিয়ার জন্য হানিকর হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
Leave a Reply