সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, তলুইগাছা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর, হিজলদী ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ছয় লক্ষ ষাট হাজার টাকার ভারতীয় মালামাল আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি চারাবাড়ি এলাকা হতে ৩০ হাজার টাকার ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প গোবিন্দকাঠি মাঠ এলাকা হতে ৭০ হাজার টাকার ঔষধ, হিজলদী বিওপি বড়ালী পোষ্ট এলাকা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, বৈকারী বিওপি কাপালিপাড়া এলাকা হতে ৭০ হাজার টাকার ঔষধ, সুলতানপুর বিওপি ভাদিয়ালী এলাকা হতে ৩৫ হাজার টাকার ঔষধ, কাকডাঙ্গা বিওপি ভাদিয়ালী এলাকা হতে ৭০ হাজার টাকার ঔষধ এবং চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ ও তরুণ সমাজকে মাদকসহ চোরাচালানের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি’র এই দেশপ্রেমিক উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply